চাঁদ দেখা গেছে : আমিরাতে ঈদ ২৮ জুন

সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল-আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী বুধবার, ২৮ জুন।
রোববার (১৮ জুন) আমিরাতের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেন। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা।
স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদুল-আজহা।
সে হিসেব অনুযায়ী, আগামী ২৯ জুন বৃহস্পতিবার বাংলাদেশে উদযাপিত হতে পারে ঈদুল-আজহা।
এফকে
