মালদ্বীপে ঈদুল আজহা উদযাপিত

আনন্দ-উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৯ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় মালদ্বীপের বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরাও।
রাজধানী মালে এবং পার্শ্ববর্তী আইল্যান্ড হুলোমালে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। বাংলাদেশিরা
দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবিতে দলবদ্ধভাবে ঈদের জামাতে শরিক হন। ঈদুল আজহাকে কেন্দ্র করে মালদ্বীপের স্থানীয়রা তাদের দেশীয় ঐতিহ্যে বর্ণিল রঙে বিভিন্ন সাজে রাজধানীর প্রধান প্রধান সড়ক ঘুরে ঈদের আনন্দ উপভোগ করেন।
মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদসহ বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী প্রতিনিধি, ডক্টর’স প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
প্রবাসীরা বলেন, বাবা-মাকে দেশের মাটিতে রেখে প্রবাসে ঈদ উদযাপন করা কষ্টের মধ্যে শান্তি খুঁজে পাই যখন দেখি, পরিবার সুখে আছে। প্রবাসের মাটিতে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ঈদের আনন্দের অনুভূতির প্রকাশ পাই।
ঈদুল আজহা উপলক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা পশু জবাই করেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন দেশ থেকে আমদানি করে ছাগল জবাই করে থাকেন স্থানীয়রা।
জেডএস