অপশক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে : আমিরাতে বক্তারা

আবারও দেশের বিরুদ্ধে অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে, সব ষড়যন্ত্র মোকাবিলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। ষড়যন্ত্র করে দেশের অগ্রগতিকে থামানো যাবে না।
সংযুক্ত আরব আমিরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়নের পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হওয়ার শপথ নিতে হবে।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহিম উসমান আফলাতোন সিআইপি, দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সবুর।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমিরাত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এমরানুল হক বাবুলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহ’র সভাপতি ড. আবুল ফজল।
এতে আরও বক্তব্য দেন কামাল হোসেন সুমন, জসিম উদ্দিন মল্লিক, সবুজ হাসান, জাহিদ হাছান, সালা উদ্দিন চৌধুরী, নিশাত জাহান চৌধুরী নিশু, মোরশেদ কাদের মুন্না, হারুনুর রশিদ রংগু, শাহাবুদ্দীন, নুর আলম, আবু ছায়িদ, মুহাম্মদ রায়হানসহ অনেকে।
সভায় পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ বিল্লাল হোসেন।
/এসএসএইচ/
