মালয়েশিয়ায় পুলিশের মোটরসাইকেল কিনে বিপাকে বাংলাদেশি

মালয়েশিয়ান পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল কিনে বিপাকে পড়েছেন এক বাংলাদেশি। তিনি মোটরসাইকেলটি ১ হাজার ৫০০ রিঙ্গিত বা ৩০ হাজার টাকায় কিনেছিলেন।
ওই প্রবাসী ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মালয়েশিয়ান পুলিশের মোটরসাইকেল চালানোর বিষয়টি টিকটকে বড়াই করে জানান। ভাইরাল হওয়ায় সেই ভিডিও চোখে পড়ে মালয়েশিয়ান পুলিশের। তারপর খুঁজে বের করা হয় তাকে।
সেপাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ওয়ান কামারুল আজরান ওয়ান ইওসুফ বলেন, সেপাং পুলিশ হেডকোয়ার্টারের একজন সদস্যের মোটরসাইকেল ছিল সেটি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। পুলিশ সদস্য তার মোটরসাইকেলটি মেকানিক দোকানে নিয়ে যান কিছু যান্ত্রিক ত্রুটি সারাতে। মোটরসাইকেলটি অনেকদিন ধরেই পরিচর্যা করা হয়নি।
মেকানিক দোকানের বাংলাদেশি কর্মচারী ১ হাজার ৫০০ রিঙ্গিতের বিনিময়ে মোটরসাইকেলটি কিনতে চান। মোটরসাইকেলের মালিক সেই প্রস্তাবে রাজি হন। এরপর ক্রেতা বাংলাদেশি প্রবাসী টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন, যা ভাইরাল হয়ে যায়।
টিকটকে তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন এবং মোটরসাইকেলের সড়ক কর পরিশোধ করা নেই। এছাড়াও ১ হাজার ৫০০ রিঙ্গিত দিয়ে একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে মোটরসাইকেলটি কিনেছেন বলেও জানান।
ওয়ান কামারুল আজরান বলেন, ভিডিওটি ভাইরাল হলে ওই বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। বিনা লাইসেন্সে মোটরসাইকেল চালনার জন্য তাকে জরিমানাসহ শাস্তি দেওয়া হয়েছে।
/এসএসএইচ/