মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণকারীদের শাস্তি দাবি

সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে মালয়েশিয়া মিডিয়া অ্যাক্টিভিস্ট গ্রুপ। তারা জানান, অপহরণের মতো কর্মকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেশটির জনগণের কাছে সঠিক বার্তা দেওয়ার জন্য হলেও এর তদন্ত করা দরকার।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আহ্বান জানায় স্থানীয় মিডিয়া অ্যাক্টিভিস্ট গ্রুপ।
রাকান মিডিয়া মারদেকার মুখপাত্র রাদজি রাজাক জানান, এ ধরনের কর্মকাণ্ড দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি।
দেশটির পুলিশের আইজিপি তান শ্রী রাজারুদিন হুসেইন বলেন, আমরা এই ঘটনার সাথে জড়িত কোনো কর্মকর্তা বা সদস্যের সঙ্গে আপস করব না, যদি তারা কোনো ধরনের অন্যায় কাজে জড়িত থাকে।
এর আগে, গত ৭ নভেম্বর পুত্রজায়া থেকে ওই বাংলাদেশি সাংবাদিককে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলে ৫০ হাজার রিঙ্গিতের বেশি অর্থ দেন তিনি। একপর্যায়ে তাকে উদ্ধার করে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন বেসামরিক সন্দেহভাজনকে খুঁজছে।
কেএ