গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বিজয় দিবস উদযাপন

গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন বিজয় দিবস উদযাপন করেছে। রোববার (১৭ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও ইয়াছিন শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব একরামুজ্জামান কিরণ, আল আমিন মিয়া, এস এম আহমেদ মনির, রাসেল দেওয়ান, মিল্টন ভূইয়া কচি, ইয়াং রাজ খান রাজু, ওয়াহিদুজ্জামান, আল আমিন শেখ, শাহ আলম, তামিম ইকবাল, আবু বক্কর, আব্দুল বাছির শিকদার প্রমুখ।

বক্তারা বিজয় দিবসের ওপর আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের রুহের মাগফেরাত কামনা করেন। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নাবিল হোসেন।
এসএসএইচ