বড়দিনে উত্তর আমেরিকায় বাংলাদেশি খ্রিষ্টানদের বড় সমাবেশ

ক্রিসমাস বা বড়দিন পশ্চিমা বিশ্বে বছরের সবচেয়ে বড় উৎসব। ধর্মীয় ও সংস্কৃতির মিশ্রণে বড়দিন সামনে রেখে উৎসবে মেতে ওঠে নিউইয়র্কসহ পুরো উত্তর আমেরিকা। চার্চে চার্চে যেমন করে ধর্মসভা হয়, তেমনি সর্বত্র উৎসবের ছোঁয়া। এ বছর রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে পালিত হয়েছে বড়দিনের আনন্দের উৎসব।
বাংলাদেশি আমেরিকান খ্রিষ্টান জনসমাজের বড় অংশ বসবাস করেন ডিসি মেট্রো এলাকায়। ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বাংলাদেশি খ্রিষ্টানরা বড়দিন পালন করেছেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মাধ্যমে।
২৫ ডিসেম্বর ম্যারিল্যান্ডের সিলভার স্প্রিং সেইন্ট ক্যামিলাস চার্চে বাংলাদেশি খ্রিষ্টানদের বৃহত্তম ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসএসএইচ