টেনেরিফে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান

স্পেনের কানারিয়া দ্বিপপুঞ্জভুক্ত টেনেরিফে বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান করেছে স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (২৪ জানুয়ারি) বায়তুল আমান জামে মসজিদে বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়।
এদিন ই-পাসপোর্ট, স্পেনে সদ্যভূমিষ্ঠ শিশুদের পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ, নো ভিসা রিকোয়ার্ড, বিভিন্ন ধরনের সনদ আবেদনসহ অন্যান্য সেবা প্রদান করে দূতাবাস।
সেবা প্রদানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন টেনেরিফ কমিউনিটি ব্যক্তিত্ব দোলাল আহমেদ, গোলাম রাব্বানী,শাহজাহান রিংকু,নিয়ামত উল্লাহ। সেবা দাতা ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রেজা শাহ পাহলভি।
এ সময় উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ এশা বায়তুল আমান জামে মসজিদে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ কমিউনিটি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় স্থানীয় বাংলাদেশিরা সহজে ও দ্রুত সেবাপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ ধরনের সেবা অব্যাহত রাখার জোর দাবি জানান।
স্পেনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিক এবং ভবিষ্যতে দূতাবাসের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আব্দুল গোফরান হেলাল, সাগর আহমেদ, আব্দুল মতিন, শহীদ উল্লাহ, খলিল আহমেদ, শাহাজান রিংকু, ফারুক আহমেদ, নিয়ামত উল্লাহ, দুলাল আহমেদ, মঈন উদ্দিন, তোফায়েল আহমেদ, তারেক সিদ্দিকীসহ অন্যান্যরা।
পরবর্তীতে রাষ্ট্রদূতের সম্মানার্থে স্থানীয় রেস্টুরেন্টে নৈশভোজের আয়োজন করা হয়।
পিএইচ