প্রধানমন্ত্রীর সফর ঘিরে জার্মানিতে আ.লীগের প্রস্তুতি সভা

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে দেশটি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সম্ভাব্য জার্মানি সফর উপলক্ষ্যে জার্মান আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া।

এতে সভাপতিত্ব করেন জার্মানি আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী।
আরও পড়ুন
প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম, ইউনুস আলী খান, নর্থরাইনরাইন ভেস্ট ফলেন শাখা আওয়ামী লীগের সভাপতি যুবরাজ তালুকদার, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন দ্বীপ, দেলোয়ার জাহিদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কায়সার উল আলমসহ অনেকে।
এসএসএইচ