মুরাদ নূরের সুরে জমিরের কথায় রুনা বিক্রমপুরীর নতুন গান

বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার মুরাদ নূর। বেছে বেছে কাজ করে ইতোমধ্যে নিজস্বতা তৈরি করেছেন। এবার প্রতিশ্রুতিশীল কণ্ঠ শিল্পী রুনা বিক্রমপুরীর কণ্ঠে সুর তুলে দিলেন তিনি।
লেখক ও সাংবাদিক জমির হোসেনের কথায় ‘মনটা নে তুই’ শিরোনামে একটু ভিন্ন মাত্রার গান শ্রোতাদের জন্য করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এ গানটির সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। আসছে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ এবং একই দিনে স্টুডিও শৈল্পিকের প্রথম বর্ষপূর্তিতে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে।
নতুন এ গান প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, প্রবাসী বন্ধু ও জনপ্রিয় সাংবাদিক জমির হোসেনের বেশ কয়েকটি গান সুর করেছিলাম। করোনাকালে সেগুলো প্রকাশিত হয়নি। এবার পর্যায়ক্রমে সেগুলো প্রকাশের উদ্যোগ নিলাম। মেধাবী কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরী আশানুরূপ গেয়েছেন। বিশ্বাস করি, সংগীত পিয়াসু সবার ভালো লাগবে।
গীতিকার জমির হোসেন বলেন, সংবাদ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। সংস্কৃতি চর্চা এত সহজ নয়, বিশেষ করে গান লেখা অনেক কঠিন। কারণ গানের মাত্রার একটা বিষয় থাকে, তবু চেষ্টা করেছি। অবশিষ্ট শ্রোতারা বলবেন। প্রিয় সুরকার মুরাদ ও শিল্পী রুনা গানটিতে দরদ মেখে কাজ করেছেন। আশা করি দর্শক-শ্রোতারা ঠকবে না।
কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরী বলেন, ভালো লাগছে মুরাদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে। তিনি বেশ রুচিশীল মানুষ। চেষ্টা করেছি সুরকারের চাহিদা মতো গাওয়ার। বাকিটা শ্রোতারা বলবেন। গানটি বিশেষত্ব হলো শুনলেই কেমন একটা ঘোরে পড়তে হয়। ভীষণ মায়াবী।
বাংলা সংস্কৃতি লালনের আঁতুড় ঘর স্টুডিও শৈল্পিক। ৮ মার্চের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘মনটা নে তুই’ গানটি নূর ক্রিয়েশনসের ফেসবুক, ইউটিউবসহ সব ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।
এসএসএইচ