ব্রুনাইয়ে প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ব্রুনাইয়ে প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাজধানী বন্দর সেরিবেগওয়ানের জেরুঢংয়ে চার তারকাবিশিষ্ট হোটেল স্টার লজের হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সভাপতি লিয়াকত আলী সরকার। এছাড়াও প্রবাসী ও ব্রুনাইয়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাবীব উল্লাহ হানিফ।
ইফতার মাহফিলের আয়োজক ছিলেন এলআরএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন, নূর হাবিবুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর হাবিবুল হাসান, এফ অ্যান্ড করিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম, হাবিব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিব, এমএস আব্দুর রহমান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ।
আরও পড়ুন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুমাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম জসিম উদ্দিন, আরপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রতন, উজ্জল শাহীন, এস এ কাদির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কাদির, প্রকৌশলী কামরুল ইসলাম, মো. আবু সালেহ, মো. নাজমুল ইসলাম ও মো. মহিউদ্দিন।
প্রধান অতিথি ব্রুনাইয়ের বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সভাপতি লিয়াকত আলী সরকার আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, প্রবাসে এত সুন্দর আয়োজন করে বাংলাদেশর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তারা। প্রবাসীদের মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন।
উপস্থিত সবাইকে দেশের সুনাম বহির্বিশ্বে আরও বৃদ্ধি করতে কাজ করার অনুরোধ করেন তিনি।
এসএসএইচ