মিশিগানে কাউন্টি কমিশন নির্বাচনে দক্ষিণে হাসান, উত্তরে খাজা

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রাইমারি নির্বাচনের কাউন্টি কমিশন পদে দুই বাংলাদেশি-আমেরিকান প্রার্থিতা ঘোষণা করেছেন। সাউথ মিশিগানের ওয়েন কাউন্টির ডিস্ট্রিক-থ্রি (৩) থেকে মোহাম্মদ হাসান এবং নর্থ মিশিগানের ম্যাকম্ব কাউন্টির ডিস্ট্রিক-টুয়েলব (১২) থেকে খাজা শাহাব আহমেদ প্রার্থিতা ঘোষণা করেন। ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তাদের প্রার্থিতা ঘোষণা করেন।
মিশিগানের ওয়েনকাউন্টি ও ম্যাকম্ব কাউন্টির এই দুই ডিস্ট্রিকেই বেশিরভাগ বাংলাদেশি বসবাস করেন। মিশিগানে আগামী ৬ আগস্ট প্রাইমারি নির্বাচনের সরাসরি ভোটগ্রহণ হবে। প্রাইমারি নির্বাচনে তারা জিততে পারলে আগামী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মোহাম্মদ হাসান বিগত নির্বাচনেও একই পদে অংশ নিয়েছিলেন। নতুন নির্বাচনী আসন বিন্যাসে ডেট্রয়েট সিটির কিছু এলাকাসহ সমগ্র হ্যামট্রামিক ও হাইল্যান্ডপার্ক সিটি নিয়ে গঠিত ওয়েন কাউন্টির ডিস্ট্রিক-থ্রি (৩)। এছাড়া মোহাম্মদ হাসান একই নির্বাচনে ডিস্ট্রিক-সেভেন (৭) থেকে স্টেট রিপ্রেজেনটেটিভ পদে প্রার্থী হয়েছেন। তিনি হ্যামট্রামিক সিটির বর্তমান কাউন্সিল মেম্বার। তিনি এই পদে চারবার নির্বাচিত হন। এছাড়া দীর্ঘকাল হ্যামট্রামিক সিটির প্রটেম মেয়রের দায়িত্ব পালন করেছেন।
এদিকে ম্যাকম্ব কাউন্টির ডিস্ট্রিক-টুয়েলব (১২) থেকে কাউন্টি কমিশন পদে প্রার্থিতা ঘোষণা করেন খাজা শাহাব আহমদ। তিনি ২০২২ সনের নির্বাচনে একই পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। পুরো সেন্টার লেইন সিটি এবং ওয়ারেন সিটির ডিকুইন্ডার এইট (৮) মাইল থেকে হোবার টুয়েলব (১২) মাইল পর্যন্ত ডিস্ট্রিক-টুয়েলব (১২)। খাজা শাহাব ডেমোক্রেটিক পার্টির ম্যাকম্ব কাউন্টির এক্সিকিউটিভ মেম্বার এবং ফিজারল্যান্ড বোর্ড অব অ্যাডুকেশন ট্রাস্টি।
এমএ