আনসার-ভিডিপি খেলোয়াড়দের সম্মানে মালদ্বীপ প্রবাসীদের নানা আয়োজন

বাংলাদেশ থেকে আগত বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের ডিএসসি হ্যান্ডবল দলকে পরাজিত করায় খেলোয়াড়দের জন্য মধ্যাহ্ন ভোজসহ নানা আয়োজন করেছে মালদ্বীপ প্রবাসীরা।
বৃহস্পতিবার (২৭ জুন) মালদ্বীপের রাজধানী মালের প্রমেলা লেমনগ্রাস রেস্টুরেন্টে এ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
পরে বাংলাদেশ আনসার ভিডিপির পক্ষ থেকে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ও হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ আনসার ভিডিপি ডিরেক্টরেট জেনারেল অব ট্রেনিং মো. জিয়াউল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপের হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও উপস্থিত ছিলেন, নামকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সোহেল রানা, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড সিইও মো. মাকসুদুর রহমান।
পিএইচ