ওমানে প্রবাসী বাংলাদেশিদের গেট টুগেদার

ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অন্তর্ভুক্ত নবগঠিত উত্তর বঙ্গ উইংসের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) মাসকাটের একটি অভিজাত ভেন্যুতে এ গেট টুগেদার হয়। এতে উত্তর বঙ্গের প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো অংশ নেয়।
ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গাল্ফ এক্সচেঞ্জের সিও ইফতেখার উর হাসান চৌধুরী, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিআইপি রেজাউল করিম, আজিমুল হক বাবুল সিআইপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আবদুর রহিম।
আরও পড়ুন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহসিন আলী সরকার, মাসুদ রানা, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার মো. আরিফ, ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি), ইঞ্জিনিয়ার আবদুল মাজিদ এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহরাব, ইঞ্জিনিয়ার সনজিত, ইঞ্জিনিয়ার মাসুদসহ উত্তর বঙ্গ উইংসের অন্য নেতারা। তারা প্রবাসীদের একত্রিত করার এ উদ্যোগের প্রশংসা করেন এবং উত্তর বঙ্গ উইংসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এতে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংস যথাক্রমে– নোয়াখালী উইংস ও চট্টগ্রাম উইংস এবং ঢাকা উইংস, ইঞ্জিনিয়ার উইংস, স্পোর্টস উইংস, যুব উইংস ও মিডিয়া কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, নেতা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসএসএইচ