বাহরাইনে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত

বাহরাইনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২০ জানুয়ারি) রাজধানী মানায় ভিলেজ বাংলা রেস্টুরেন্ট হলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপির আঞ্চলিক শাখা।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির সাবেক সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহ সভাপতি নুর আলম, গেস্ট অব অনার ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আবুল হাসেম ও সহ সভাপতি মফিজুর রহমান।
আরও পড়ুন
সভায় প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সোহেল আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ সভাপতি আকবর আলি ও আব্দুল লতিফ। আরও উপস্থিত ছিলেন বাহরাইন আসকর শাখার সভাপতি একলাস উদ্দিন, সহ সভাপতি মোশারফ হোসেন ও প্রচার সম্পাদক হযরত গাজিসহ বাহরাইন বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ৫ আগস্ট অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার গঠন করবে। তাই সংস্কারের নামে সময় নষ্ট করা যাবে না।
তারা বলেন, পলাতক সরকারের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। এজন্য দেশ ও প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে শাহাদতবরণকারীদের আত্মার শান্তি কামনা করে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
এসএসএইচ