ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর মিলনমেলা

নতুন দিগন্তের সন্ধানে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে— এই মূলমন্ত্রকে ধারণ করে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী এক মনোমুগ্ধকর মিলনমেলার আয়োজন করে।
গত রোববার ফ্রাঙ্কফুর্টের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিয়ন, সহ-সভাপতি লিপি আমজাদ ও শাফী হোসাইন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা পপি নুপুর এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এই মিলনমেলার সার্বিক তত্ত্বাবধান করেন। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিয়নের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ।
নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর নেতারা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা এবং সুস্থ দেশীয় সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করাই তাদের সংগঠনের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের এই অরাজনৈতিক সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দিবস পালন, বছরে একাধিকবার মিলনমেলা এবং বার্ষিক ইসলামিক মাহফিলের আয়োজন করে থাকে।
এমজে