অসুস্থ প্রবাসীকে বিমানের টিকিট দিলো মালদ্বীপ হাইকমিশন

ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি বশির উদ্দিনকে বিমানের টিকিট দিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। বশির উদ্দিন গত ১৫ দিন ধরে ব্রেইন স্ট্রোক করে মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (৯ জুন) বশির উদ্দিনকে হাইকমিশন অফিস থেকে ফ্রি ট্র্যাভেল পারমিট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
এ সময় অসুস্থ বশির উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন হাইকমিশনার।
জানা যায়, চিকিৎসার ব্যয় বহন করা অসুস্থ বশিরের পক্ষে অসাধ্য ছিল। এ অবস্থায় তাকে দেশে ফিরে দ্রুত উন্নত চিকিৎসা নিতে বিমানের টিকিট দিল বাংলাদেশ হাইকমিশন।
এমজে