মিশিগানে বিয়ানীবাজারবাসীর বনভোজনে প্রবাসীদের মিলনমেলা

আমেরিকার মিশিগানে আয়োজিত বনভোজনে মিলিত হয়েছেন প্রায় পৌনে তিন হাজার বাংলাদেশি প্রবাসী। রোববার স্থানীয় সময় দুপুরে ওয়ারেন শহরের হলমিচ পার্কে সিলেটের বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক মিশিগান এই আয়োজন করে।
মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়। এছাড়া আগামীতে আরও বড় পরিসরে বনভোজনের পরিকল্পনা রয়েছে জানিয়েছেন তারা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন প্রবীণ সদস্য আবদুস শাকুর খান মাখন।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন এ আয়োজনে। অনুষ্ঠানমঞ্চে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ।
আয়োজকরা জানান, ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য ছিল ক্রীড়া প্রতিযোগিতার নানা আয়োজন। র্যাফেল ড্রতে ছিল সোনার অলংকার, আমেরিকা-বাংলাদেশ রিটার্ন বিমানের টিকিট, আইফোন, ল্যাপটপসহ আকর্ষণীয় সব পুরস্কার।
অনুষ্ঠানে আজিজ সুমন ও নুরুজ্জামান একলাস সঞ্চালকের দায়িত্ব পালন করেন। কোরআন তেলাওয়াত করেন সহিদ আহমেদ মামুন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ সিদ্দিক বাবুল, বাতির আহমেদ, আব্দুল হাছিব, জহুর উদ্দিন, ছালেহ আহমদ, গিয়াস উদ্দিন, ইমান খন্দকার, আবদুল আলীম, নিজাম উদ্দিন, বদরুল আলম, সাজন চৌধুরীসহ অনেকেই।
বনভোজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান বনভোজন পরিচালনা কমিটির সদস্যরা।
এআইএস