মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে হাইকমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (১৯ জুলাই) রাজধানী মালেতে ‘চিত্রন বাই লেমন গ্রাস’ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
সভায় উপস্থিত ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান এবং প্রবাসী সাংবাদিক ফোরাম ‘মালদ্বীপ’-এর নেতৃবৃন্দ।
আরও পড়ুন
অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে ছিলেন- ফোরামের সভাপতি ও ঢাকা পোস্ট মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক ও প্রবাস মেলা পত্রিকার প্রতিনিধি মো. মনিরুজ্জামান, সহ-সভাপতি ও ওয়ান নিউজ বিডির মো. রবিউল আলম, যুগ্ম সম্পাদক ও জি টিভির প্রতিনিধি আব্দুল্লাহ কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ ও দৈনিক একুশের সংবাদ প্রতিনিধি মো. আনোয়ার হোসেন রাজু প্রমুখ।
ভারপ্রাপ্ত হাইকমিশনার সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, সাংবাদিকরা দেশের বাইরে থেকেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের সমস্যা, সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে তারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। হাইকমিশন সবসময় মিডিয়াবান্ধব নীতি অনুসরণ করবে।
তিনি দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য একটি যৌথ যোগাযোগ প্ল্যাটফর্ম গঠনের পরামর্শ দেন এবং বলেন, প্রবাসীদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে হাইকমিশন সবসময় প্রস্তুত। যেকোনো প্রয়োজনে মিশনের হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকরা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের নানা সমস্যা, হাইকমিশনের সেবা প্রাপ্তি, যোগাযোগ সহজীকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা ভবিষ্যতে এ ধরনের সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা জানান।
এমএসএ