ফ্রান্সে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কমিটির অনুমোদন দেন।
আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী মোহাম্মদ ইফতেখার। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মনোয়ার হোসাইন ও ফরমান উজ্জাম। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মু. শাহপরান আহমেদ শাকিল আর মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন এস এম মাসরুর উদ্দিন।
আঞ্চলিক সংগঠকের দায়িত্বে রয়েছেন ইন্তিয়ার আকিফ ও আলাউদ্দিন আল মামুন। কার্যনির্বাহী সচিব হয়েছেন মুকুট আল ফাইয়ুম ও অর্থ সচিবের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল ফাইয়ুম।
আরও পড়ুন
মিডিয়া ও প্রচার সমন্বয়কারী হিসেবে থাকবেন মোহাম্মদ সাকওয়াত হোসেন (রাব্বি রাজ) এবং যোগাযোগ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন রাবেয়া বশির রাইসা।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন হোসাইন রেজওয়ান, মো. সাকিব হোসেন, মারুফ আহমেদ, মো. মাজহারুল হক, রাকিব হোসাইন ও আফজাল হোসেন আলভী।
এসএসএইচ