লন্ডনে গবেষণা স্মারক ‘কালের অভিজ্ঞান’র মোড়ক উন্মোচন

স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েত ব্যবস্থা ও সরপঞ্চ পদ্ধতি নিয়ে সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী সম্পাদিত গবেষণামূলক গ্রন্থ ‘কালের অভিজ্ঞান’র মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি রেস্টুরেন্টে গ্রন্থের সম্পাদনা পর্ষদের সদস্য লেখক গবেষক শাহ আতিকুল হক কামলীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক, গবেষক দেওয়ান গৌস সুলতান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ফারুক আহমদ, লেখক ও ইতিহাস বিষয়ক গবেষক ডা. গিয়াস উদ্দিন আহমদ ও কবি হাসিবা মুন।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রন্থের সম্পাদক সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী।
আরও পড়ুন
গবেষণামূলক গ্রন্থটি মোগল আমল থেকে শুরু করে পাকিস্তান আমলের ১৯৫৮ সাল পর্যন্ত সিলেট বিভাগের স্থানীয় সরকারের সার্কেল পদ্ধতির ওপর রচিত। এতে সিলেট বিভাগের মোট ১২০ জন সরপঞ্চ ও সহকারী সরপঞ্চের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। এতে আরও উঠে এসেছে প্রাচীন আমলে সিলেট অঞ্চলের পরগনাগুলোর বিবরণ ও মোগল সম্রাট আকবরের সময়ে সিলেটের ১০টি রাজস্ব জিলার বিবরণ ও সীমানা।
এসএসএইচ