ভিয়েনায় গণঅভ্যুত্থান দিবস ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার উদ্যোগে ‘গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ এবং ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ জুলাই) আলোচনা সভা এবং আলোকচিত্র, গ্রাফিতি ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গৌরবময় ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, জনগণের সংগ্রাম এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশির অবদানকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান ‘জুলাই গণঅভ্যুত্থান‘ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে ২০২৪ এর জুলাই-আগস্ট এর ঘটনাপুঞ্জির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া আলোচনার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে জনগণের সাহস, সংকল্প ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
তিনি বলেন, এই বিপ্লব যুব সমাজের জাগরণ ছিল, যারা ভয়কে অগ্রাহ্য করে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছে।
রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন। এছাড়া, রাষ্ট্রদূত হাসান রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসীদের ত্যাগ ও অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এনআই/এমএন