লন্ডনে শিল্পী শফিকুন্নূর স্মরণানুষ্ঠান সম্পন্ন

বাউলরা গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদের ধর্ম, দর্শন, জীবনবোধ ও আধ্যাত্মিক অনুভূতির কথা প্রকাশ করে। এটি মূলত একটি মৌখিক ঐতিহ্য। যা প্রজন্ম থেকে প্রজন্মে গানের মাধ্যমে চলে আসছে। প্রেম, মানবতাবাদ, জীবন ও মৃত্যুরহস্য ও সমাজের কুসংস্কার নিয়ে আলোচনা করা হয় গানের মাধ্যমে। সেইরকম গান একসময় নিজে রচনা করে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন এবং সাধারণ মানুষের হৃদয়ে আজও স্থান করে আছেন প্রয়াত শিল্পী শফিকুন্নূর।
লন্ডনে ‘শিল্পী শফিকুন্নূর স্মরণানুষ্ঠানে’ বক্তারা এসব কথা বলেন।
গানপ্রিয় শ্রোতাদের কাছে পরিচিত শিল্পী শফিকুন্নূর। তার সুর আর দরাজ কণ্ঠের জাদুতে অনেক অপ্রচলিত পল্লিগান অমরতা পেয়েছে, তিনি ছিলেন একজন খ্যাতিমান গীতিকারও।
আরও পড়ুন
তাকে স্মরণ করতে গত ১১ আগস্ট সোমবার লন্ডনের ‘ব্রাডি আর্টস সেন্টারে’ আয়োজন করা হয় এ স্মরণানুষ্ঠানের। অসংখ্য ভক্ত শ্রোতাদের আগমনে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।
‘শিল্পী শফিকুন্নূর স্মৃতি সংসদ যুক্তরাজ্যের’ উদ্যোগে প্রথম পর্বে তার গানের গ্রন্থ ‘শফিকুন্নূর সমগ্র’র মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধরী। বিলেতের জনপ্রিয় শিল্পীদের উত্তরীয় পড়িয়ে দেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও সদস্য সচিব সামছুল ইসলাম রুবেল।
দ্বিতীয় পর্বে তার গান পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানে শিল্পী শফিকুন্নূরের গান গেয়ে শোনান উপস্থিত বিলেতের শিল্পীরা।
এসএসএইচ