‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে কাতার প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস

সম্প্রতি কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাস ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠান এবং একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠান ও মতবিনিময় সভায় কাতারে বসবাসরত সব স্তরের শতাধিক বাংলাদেশ কমিউনিটির সদস্য অংশ নেন এবং নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে তাদের মতামত তুলে ধরেন।
রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্য কর্মকর্তারা অংশগ্রহণকারীদের প্রশ্ন ও মতামত মনযোগ দিয়ে শোনেন, আন্তরিকভাবে সেসবের উত্তর দেন এবং ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠান উত্থাপিত সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন।
এনআই/এসএমডব্লিউ