প্রবাসী বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় সভা

মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম) এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনা করেন এবং তিনি প্রবাসীদের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রদান ও জাতীয় পরিচয় পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইআইইউএম-এর মুখ্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা সভায় বক্তব্য দেন।
আরও পড়ুন
মতবিনিময়ে উদ্বোধনী পর্বে প্রফেসর ড. আমীর আকরামিন সাফি তার বক্তৃতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষা উন্নয়ন এবং গবেষণায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তার বক্তৃতায় বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার আইআইইউএম-কে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় তিনি মালয়েশিয়ার সফলতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আইআইইউএম-এর সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
বাংলাদেশের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে অভিহিত করে তাদেরকে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পরে হাইকমিশনার শিক্ষার্থীদের হাইকমিশনের বিভিন্ন সেবা এবং ভোটদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আইআইইউএম অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনআই/বিআরইউ