স্পেন বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন

স্পেনের রাজধানী মাদ্রিদে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি পালন করেছে স্পেন বিএনপি।
সোমবার (১০ নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।
আলোচনা সভায় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন- উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু, সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, ছায়েদ মিয়া, আকবর শেখ, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, সিনিয়র সহসভাপতি কবির আহমেদ, সহসভাপতি ইউনুছ আলী ও আব্দুল আওয়াল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, শহিদুল ইসলাম, সুমন হাওলাদার, এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল। ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিনের বিপ্লবের মাধ্যমে রক্ষা পায় সদ্য স্বাধীন বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে জামাল উদ্দিন মনির বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এ দিনের চেতনা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অনুপ্রেরণা। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন। জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হলে তার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে সবাইকে দলমত নির্বিশেষে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করতে হবে।
এমএসএ