মিশিগানে গোয়াইনঘাটবাসীর ফ্যামিলি ডিনারে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন

মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক বর্ণাঢ্য ফ্যামিলি ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (২৮ ডিসেম্বর) রাতে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত গোয়াইনঘাট পরিবারের স্কুল ও কলেজ গ্র্যাজুয়েটপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ৩৮ জনকে সম্মাননা দেওয়া হয়।
বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় নাদিয়া ইসলাম মিম এবং ডিএম ডিগ্রি সম্পন্ন করে ডাক্তারি পেশায় যোগদান করায় ডা. নুসরাত জাহান জেসিকে বিশেষ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।
শিশু-কিশোরদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন ও যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন।
এতে ফিটজারল্যান্ড স্কুল বোর্ডের ট্রাস্টি হাজা শাহাব আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এসএসএইচ