আমিরাতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জিয়াফত

সংযুক্ত আরব আমিরাতে দুবাই বিএনপি ও এর আওতাধীন ইউনিট কমিটির যৌথ উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, জিয়াফত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি এই স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এই স্মরণ সভায় দুবাই বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রফিকুল আলম রফিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহি নূর শাহীন, সাহেদ আহমেদ রাসেল, মোদাচ্ছের শাহ, সিআইপি জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সমিতি শারজাহর সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, নুরুল মোমেন সাজু, আল সাজ্জা বিএনপির সভাপতি এম এ হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সভা উদযাপন কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব শহিদুল্লাহ (শহীদ), যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরশাদ ঠিকাদার, মুহাম্মদ হাশেম উদ্দিন, আরিফ তালুকদার, কাজী সুমন, মোহাম্মদ নূরু, দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আমীর আলী, সিনিয়র সদস্য হুমায়ুন কবীর সুমন, লোকমান, সেলিম আজাদ মুন্না, মোস্তফা চৌধুরী, দিদারুল আলমসহ আরও অনেক নেতাকর্মী।
স্মরণ সভায় বক্তারা বলেন, যারা দেশের জন্য ও মানুষের কল্যাণে কাজ করেন, তারাই বেগম খালেদা জিয়ার মতো সম্মানিত হবেন।
তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন, ঠিক সেই পথ অনুসরণ করেই তারেক রহমান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সফলভাবে নেতৃত্ব দেবেন।
পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাছির উদ্দীন।
এমজে
