মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং রাষ্ট্র গঠনে অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্র প্রতিমন্ত্রী মারিয়াম জুলফা, উচ্চশিক্ষা ও শ্রমমন্ত্রী আলী হায়দার আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফারি সেলিম ওয়াহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাওগী, ভাইস চ্যান্সেলর ড. আয়েশা সেহনাজ এডাম, যুক্তরাজ্যের হাইকমিশনার নিক ল, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হু জাং, ভারতের হাইকমিশনার বালাসুব্রমনি, পাকিস্তানের হাইকমিশনার এডমিরাল ফয়সাল রুসূল লুদী এবং ইউনিসেফ প্রতিনিধি ড. ইদুয়াদ আড্ডাই। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহাম্মেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি সাজ্জাদ হোসেন, এমআই কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ মোক্তাদী এবং মালদ্বীপে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ।
আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ গঠন ও গণতন্ত্র রক্ষায় তার আপসহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধিতে তাঁর কূটনৈতিক অবদানেরও প্রশংসা করেন বক্তারা।
বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনায় অবদানের ওপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা এবং জনশক্তি খাতের উন্নয়নের চিত্রও ফুটে ওঠে।
এমএসএ