আমিরাতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

বাংলা সাহিত্যের দুই দিকপাল বিশ্বকবি রবি ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল। প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে পালিত হয় দুই কবির জন্ম ও মৃত্যুদিবস। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিদেশের মাটিতেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে দিবসগুলো। তারই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হল রবীন্দ্র-নজরুল জয়ন্তী।
প্রকৌশলী আহমেদ ইখতিয়ার পাভেল ও মিসেস সোনিয়া সামিয়ার যৌথ উপস্থাপনায় এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আমিরাত শাখার প্রেসিডেন্ট বিশিষ্ট রবীন্দ্র শিল্পী ইয়াসমিন কালাম মেরুনা।
করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমিরাত সরকারের স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (৩০ জুলাই) আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের গ্র্যান্ড মার্কার হোটেল অ্যান্ড রেসিডেন্সের বল রুমে গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন।
এতে কবিতা আবৃতি করেন ড. তারেক, আলমা আকবর ও শেখ ফরিদ ফরিদ আহমেদ। গীতি আলেখ্যের পরিকল্পনা ও অনুলিখন করেন আহমেদ ইখতিয়ার পাভেল। পরিবেশনায় ছিলেন ইয়াসমিন ইসলাম মেরুনা ও স্নিগ্ধা সরকার তিথি।
শ্রীমতি কেতকী হাজরা নৃত্য পরিচালনা করেন। সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শ্রী দেব মূখার্জী, শ্রী সৌগত, সামিদা, মেরুনা, সমৃদ্ধি ভাটিয়া, অভিপ্রিয়া চক্রবর্তী, তিশা সেন, ফারাহ শামস প্রমুখ। মিউজিক কিবোর্ডে অভিজিত ব্যানার্জী, তবলায় অজিত রায়, মন্দিরায় বংগ শিমূল এবং সাউন্ড সিস্টেমে ছিলেন জস।
শ্রী দেব চক্রবর্তী, শ্রী সৌগত চ্যাটার্জি, সামিদা, আলোকচিত্রী শারমিন সুলতানাসহ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সাদরুদ্দিন জামাল, বুশরা জিনিয়া ও আবদূর রহমান রোমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
আরএইচ