মালয়েশিয়া আওয়ামী লীগের শোক দিবস পালন

জাতীয় শোক দিবস পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। আহ্বায়ক কমিটির উদ্যোগে রোববার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় ভার্চুয়ালি এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আহ্বায়ক এম. রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন- সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার, জসিম উদ্দিন চৌধুরী, ইউনিভার্সিটি মালায়ার লেকচারার মো. সোহেল রানা, আব্দুল করিম, মোস্তফা তালুকদার, মো. হুমায়ুন কবীর আমির, সন্জয় খান্না বিদ্যুৎ, শাহজালাল, সাখাওয়াত হোসেন, মো. মাসঝুম হোসেন রোসি, লিংকন, কাজাং আওয়ামী লীগের সভাপতি শ্রী রঞ্জন ভৌমিক, পুচং আওয়ামী লীগের সভাপতি মো. মনির, পেনাং থেকে আজহার, সামসুল ইসলাম, বুকিত বিনতাং আওয়ামী লীগের সভাপতি লাল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মনজুরুল ইসলামসহ ছাত্রলীগ, যুবলীগের নেতারা।
অলোচনায় বক্তারা বলেন, শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগের উন্নয়নকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ প্রত্যেকটি মানুষের ভেতর বঙ্গবন্ধুর ও স্বাধীনতার চেতনা রয়েছে। এ চেতনায় দেশ এগিয়ে চলেছে।
আলোচনার শুরুতে হাজার বছরের ১৫ আগস্টে নৃশংসভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ, মুক্তিযোদ্ধা, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুরাও আল কারিম, বুকিত বিনতাংয়ের খতিব মাওলানা তৌহিদুল ইসলাম।
এসএসএইচ