কানাডায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

কানাডায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার (৩ অক্টোবর) স্থানীয় স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আহাদ চৌধুরী।
সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যুদ্ধাপরাধী জামায়াত-শিবির-বিএনপি ও ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের আদর্শ ও মূল চেতনাবিরোধী অবস্থানের তীব্র নিন্দা জানানো হয়।
মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের বিরুদ্ধে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর সঠিক অবস্থানের প্রতি আস্থাবান ও অবিচল সমর্থন দিয়ে যাওয়ার কথা বলেন। বীর মুক্তিযোদ্ধারা মনে করেন মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ ও ঐক্যবদ্ধ সংগঠন প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি যথাযথ অনুমোদনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কাছে পাঠানো হয়।
অধ্যক্ষ আহাদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য নতুন প্রজন্মকে কানাডা মুক্তিযোদ্ধা সংসদে অন্তর্ভুক্ত করার কথা বলেন, যাতে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- সৈয়দ নাজমুল হোসেন মনা, আজিজুল মালিক, আকবর কবির, গৌরাঙ্গ দেব, মোস্তফা কামাল, মোহাম্মদ ইলিয়াস মিয়া, আব্দুস সালাম, সামাদ হাওলাদার, গোলাম মুহিবুর রহমান, আব্দুর রশিদ খান, ইয়াকুব আলী, রাজ্জাক হাওলাদার।
জেডএস