কুয়েতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কুয়েতের হাওয়াল্লি এলাকায় কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ ও কাউন্সেলর ইকবাল আক্তারের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আর্টস সেক্টরের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. বাদর আল-দাইশ।

আর্টস অ্যাসোসিয়েশন- কুয়েত, বঙ্গরূপা চারুকারু সংগীত শিশু মেলা ও ফ্যামিলি ফোরাম কুয়েতের যৌথ সহযোগিতায় আয়োজিত চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ড. বাদের ফয়সল আল-দাইস, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ কুয়েতস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে ভারত, নেপাল, তাজিকিস্তানের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নাগরিক ও বাংলাদেশি কমিউনিটির প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিদেশি অতিথিরা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের চিত্র প্রদর্শনী আয়োজনের ভূয়সী প্রসংসা করে বলেন, বাংলাদেশের কৃষ্টি-কালচার ও ইতিহাস চিত্র প্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী এর পরিচিতির পরিধি আরও কয়েকগুণ বাড়ল।
এসএম