কানাডায় বেড়েই চলছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা

কানাডায় দিন দিন বেড়েই চলেছে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। দেশটির বিভিন্ন প্রদেশের মধ্যে গত কয়েকদিনের তুলনায় আলবার্টায় আজ রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা ৪ হাজার ৭৫২ জন। এছাড়া প্রদেশটিতে একদিনে মারা গেছেন ১১ জন।
আলবার্টা হেলথের চিফ মেডিকেল অফিসার ডা. ডিনা হিনশ হেলথ আপডেটে জানান, প্রদেশটিতে ৪৭০ জন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে ৭২ জন আছে আইসিইউতে।
করোনার নতুন এই ধরন থেকে সতর্ক থাকতে ইতোমধ্যে প্রদেশের প্রধানরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বুধবার (৫ জানুয়ারি) থেকে অন্টারিওতে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে- শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ এবং বারগুলোর ইনডোর ডাইনিং, জিম।
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কোথাও যাওয়ার সময় এটা নয়।
উল্লেখ্য কানাডায় নতুন করে ওমিক্রন ভাইরাস বেড়ে যাওয়ায় অনেকেই তাদের ভ্রমণ বাতিল করেছেন।
আইএসএইচ