সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে পড়লে যা করবেন

জীবনের সব সিদ্ধান্ত ও কাজ সবসময় সহজ নিয়মে চলে না। কখনো কখনো সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়। একাধিক সুযোগ সামনে থাকলে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় কোনটি করবো বা কোনটি ছাড়বো।
এমন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলে প্রথমে কাছের মানুষদের সঙ্গে পরামর্শ করা উচিত। নিজের বিশ্বস্ত, আস্থাভাজন বা অভিজ্ঞ কারো সঙ্গে পরামর্শের মাধ্যমে সুন্দর সমাধান বের করা সম্ভব।
পরামর্শের মাধ্যমে জটিল বিষয় সহজ করা সম্ভব। এতে পারস্পরিক সদ্ভাবও বজায় থাকে। রাসূল সা. জীবনের একাধিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আশপাশের মানুষদের পরামর্শ নিয়েছেন।
আরও পড়ুন
এছাড়াও এমন পরিস্থিতির ক্ষেত্রে সহজ বিষয়টি গ্রহণ করা উচিত। রাসূল (সা.) এর সামনে কখনো এমন পরিস্থিতি তৈরি হলে তিনি সহজ বিষয়টি গ্রহণ করতেন। উম্মুল মুমিনীন আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন—
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ
مَا خُيِّرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَمْرَيْنِ قَطُّ إِلَّا أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ إِلَّا أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللهِ فَيَنْتَقِمُ لِلَّهِ بِهَا
যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি কাজের মধ্যে একটি গ্রহণের অনুমতি দেওয়া হতো, তিনি সহজটি গ্রহণ করতেন, যদি তা গুনাহর কাজ না হতো। যদি তা গুনাহের কাজ হত, তবে তিনিই সর্বাধিক তা বর্জন করে চলতেন। তিনি নিজের জন্য কারো উপর প্রতিশোধ গ্রহণ করেননি। কিন্তু যখন আল্লাহর হারামের মর্যাদা বিনষ্ট করা হতো তখন তিনি প্রতিশোধ নিতেন। (বুখারি, হাদিস : ৩৫৬০, মুসলিম, হাদিস : ২৩২৭)
তবে সবসময় দ্বিধাদ্বন্দ্বে না থেকে ভেবে চিন্তে কোনো একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকা চরিত্রের একটি বিশেষ ত্রুটি এবং এ কাজ প্রায়ই মানুষকে ব্যর্থতার পথে নিয়ে যায়। দ্বিধা-দ্বন্দ্বের কারনে অনেক সময় মানুষ নিয়মিত ও সহজ কাজ কঠিন করে ফেলে।