ঘড়ি পরার কোনো সুন্নত পদ্ধতি আছে কি?

সময় দেখা ও হাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই ঘড়ি পরেন। অনেকের ধারণা অন্য অনেক কাজের মতো ডান হাতে ঘড়ি পরা সুন্নত। রাসুল (সা.) যেকোনো কাজ ডান দিক থেকে শুরু করতে বলেছেন। এমন ধারণা থেকে কেউ কেউ ডান হাতে ঘড়ি পরা সুন্নত মনে করেন। এ ক্ষেত্রে আলেমদের মতামত হলো ঘড়ি পরার সুন্নত কোনো পদ্ধতি নেই। অথবা নির্দিষ্ট কোনো হাতে ঘড়ি পরা সুন্নত নয়। যেকোনো এক হাতে ঘড়ি পরা যায়।
শাইখ আব্দুল আযিয বিন বায (রহ.) বলেন—
আংটির মত ঘড়ি ডান হাতে কিংবা বাম হাতে পরতে কোন আপত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি ডান হাতে ও বাম হাতে আংটি পরেছেন।
শায়খ মুহাম্মদ বিন সালিহ আল-উছাইমীন (রহ.) বলেন—
ডান হাতে ঘড়ি পরা বাম হাতে ঘড়ি পরার চেয়ে উত্তম নয়। কারণ, ঘড়ির বিষয়টি আংটির কাছাকাছি। এ কারণে ঘড়ি ডান হাতে পরা কিংবা বাম হাতে পরার মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু নিঃসন্দেহে বাম হাতে পরা মানুষের জন্য সহজতর— পরার দিক থেকে এবং ঘড়ি-দেখার দিক থেকে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বামহাতে ঘড়ি পরাটা অধিক নিরাপদ। কারণ, ডানহাতে বেশি কাজ করা হয়।
তবে কেউ ডান হাতে ঘড়ি পরতে চাইলে পরতে পারবে। কারণ, রাসুল (সা.) যেকোনো কাজ টান দিক থেকে শুরু করতেন। এক হাদিসে আয়েশা (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডানদিক থেকে আরম্ভ করাকে পছন্দ করতেন। তিনি ডান হাতে গ্রহণ করতেন, ডান হাতে দান করতেন, প্রত্যেক অবস্থায় তিনি ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। (সুনান আন-নাসায়ী, হাদিস : ৫০৫৯)
সূত্র : ইসলাম জিজ্ঞাসা ও জবাব