অপবিত্র চাদর ব্যবহার করা যাবে?

শীতকালে ঠান্ডা নিবারণের পোশাকের তালিকায় চাদর অনেকেরই প্রথম পছন্দ। পুরো শরীর চাদরে জড়িয়ে ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায় সহজেই। অন্য গরম পোশাকের সঙ্গে চাদর ব্যবহার করতে দেখা যায় কমবেশি সবাইকে।
শীতে ঠান্ডা নিবারণের প্রয়োজনীয়তা পূরণ করা ছাড়াও বাঙালির পোশাক সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে চাদর। গ্রাম, শহর, অফিস-যাত্রী সবাই শীতকালে ব্যবহার করেন শাল ও চাদর।
গ্রামীণ জীবনে ভোরের কুয়াশায় মাঠে হাঁটা, মসজিদে যাওয়া, জমিতে কাজ করা সবক্ষেত্রেই চাদর অপরিহার্য।
চাদরে অপবিত্র কোনো কিছু তা ব্যবহার করা যাবে কিনা?
এক্ষেত্রে সর্বোত্তম হলো, এমন চাদর ব্যবহার না করা। তবে চাদরে যদি পেশাব বা অনেক বেশি পরিমাণে অপবিত্র বস্তু লেগে যায় তাহলে তা ব্যবহার করা যাবে না। কিন্তু অপবিত্র বস্তু যদি অল্প পরিমাণে হয় এবং তা শুকিয়ে যায় তাহলে ব্যবহার করা যেতে পারে। তবে এমন চাদর ব্যবহার না করাই উচিত।
এনটি