কোরআন শরীফ চুম্বন করার ইসলামী দৃষ্টিভঙ্গি

অনেক মুসলমান আবেগ ও ভালোবাসা থেকে কোরআন শরিফ চুম্বন করে থাকেন। তবে শরিয়তের দৃষ্টিতে এই আমলের বিধান কী? এ নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। বিশিষ্ট ফকিহ ও মুহাদ্দিসদের মতামতের আলোকে এ বিষয়ে একটি সুস্পষ্ট চিত্র উঠে এসেছে।
কোরআন শরিফ চুম্বন করার বিধান সম্পর্কে সৌদি আরবের প্রখ্যাত আলেম শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উছাইমিন (রহ.) তার ফতোয়া গ্রন্থ নূর আলাদ-দারব-এ স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, কোরআন চুম্বন করা সুন্নত নয়; বরং এটি বিদআত। এ কাজ করা ব্যক্তি সওয়াবের চেয়ে গুনাহর কাছাকাছি অবস্থানে থাকে। তবে কেউ যদি আল্লাহর কালামের প্রতি সম্মান ও ভালোবাসার নিয়তে এটি করে, সে নিয়তের জন্য সে সওয়াব পাবে। কিন্তু চুম্বন করার আমলটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের আমলেও এর প্রমাণ পাওয়া যায় না।
এই বিষয়ে আলেমদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কেউ কেউ কোরআন চুম্বন করাকে মুস্তাহাব বলেছেন। ইমাম সুবকি এ মতের প্রবক্তা ছিলেন। আবার একদল আলেম এটিকে বৈধ বলেছেন। হানাফি ও হাম্বলি মাজহাবের কিছু আলেমের মধ্যে এই মত প্রসিদ্ধ। হাম্বলি মাজহাবের বিখ্যাত গ্রন্থ কাশশাফুল কিনা-তে বলা হয়েছে, কোরআন চুম্বন করা জায়েজ।
ইমাম নববি তার গ্রন্থ আত-তিবইয়ান-এ ইমাম দারেমির সূত্রে বর্ণিত একটি বর্ণনা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়—
আবু মুলাইকা থেকে সহিহ সনদে বর্ণিত যে, ইকরিমা ইবনে আবু জাহল কোরআন শরিফ নিজের মুখে লাগিয়ে বলতেন, এটি আমার রবের কিতাব।
এছাড়া ইমাম জারকাশি তার গ্রন্থ আল-বুরহান-এ কোরআনের সম্মান ও মর্যাদা সংক্রান্ত আলোচনায় কোরআনকে সুগন্ধি লাগানো, উঁচু স্থানে রাখা এবং সম্মানার্থে রুপা দিয়ে সাজানোর অনুমতির কথা উল্লেখ করেছেন। একই আলোচনায় তিনি কোরআন চুম্বন করাকেও অনুমোদন দিয়েছেন এবং এর পক্ষে ইকরিমা ইবনে আবু জাহলের আমল উল্লেখ করেছেন।
তবে মালেকি মাজহাবের আলেমরা কোরআন চুম্বন করাকে মাকরুহ বলেছেন। মালেকি ফকিহ খারশি তার শরহে খলিল গ্রন্থে বলেন, কোরআন চুম্বন করা অপছন্দনীয়, যেমনটি রুটি চুম্বন করাও অপছন্দনীয়।
এ বিষয়ে মধ্যপন্থী ও সতর্ক অবস্থান গ্রহণ করেছেন অনেক আলেম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ফতোয়ায়ে বলেন, কোরআনের জন্য দাঁড়িয়ে যাওয়া বা কোরআন চুম্বন করার কোনো প্রমাণ সালাফদের কাছ থেকে জানা যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বলকেও এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু শুনিনি।
সৌদি আরবের আরেক প্রখ্যাত আলেম শায়খ আবদুল আজিজ বিন বাজ (রহ.) বলেন, কোরআন চুম্বন করা নিষিদ্ধ নয়। তবে এটি পরিহার করাই উত্তম, কারণ এর পক্ষে স্পষ্ট কোনো দলিল নেই। যদি কেউ আল্লাহর কালামের প্রতি ভালোবাসা ও সম্মান থেকে চুম্বন করে, তাহলে সমস্যা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিংবা অধিকাংশ সাহাবির কাছ থেকে এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না।
সব দিক বিবেচনায় অনেক আলেমের অভিমত হলো, কোরআন শরিফের প্রতি সম্মান দেখানোর সর্বোত্তম উপায় হলো এর তিলাওয়াত, অনুধাবন ও আমল করা। চুম্বনের আমল পরিহার করাই অধিক নিরাপদ ও উত্তম পথ।
সূত্র : ইসলাম ওয়েব
এনটি