অনুমতি ছাড়া দেয়ালে পোস্টার লাগানো যাবে?

নির্বাচন, মাহফিল, পণ্যের প্রচারণা, বিভিন্ন আয়োজন ও উপলক্ষকে কেন্দ্র করে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর প্রবণতা দেখা যায়। দেয়াল মালিকদের অনেকেই এতে বিরক্ত হয়ে দেয়ালে লিখে দেন, ‘ অনুমতি ছাড়া পোস্টার লাগানো নিষেধ’।
অনুমতি ছাড়া ব্যক্তি মালিকানাধীন কোনো দেয়ালে পোস্টার লাগনো ইসলামেও সমর্থিত নয়। ইসলামের দৃষ্টিভঙ্গিতে কারো মালিকানাধীন সম্পদ তার অনুমতি ছাড়া ভোগ করা বা ব্যবহার করা নিষিদ্ধ। অন্যের সম্পদের ক্ষতি করা নিষিদ্ধ। তাই ব্যক্তিমালিকানাধীন বাড়ি বা প্রতিষ্ঠানের দেয়ালে বাড়ির মালিকের অনুমতি ছাড়া পোস্টার লাগানো বৈধ হওয়ার কোনো সুযোগ নেই।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। (সুরা বাকারা, আয়াত : ১৮৮)
উবাদা ইবন সামিত (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন যে, অন্যের ক্ষতি করা যাবে না এবং (ক্ষতিগ্রস্ত হয়ে) ক্ষতির প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না। (সুনানে ইবনে মাজা: ২৩৪০)
কোরআনের আয়াত ও হাদিসের আলোকে আলেমদের মতামত হলো, মাহফিল, নির্বাচন বা কোনো পণ্যের প্রচারণায় অনুমতি ছাড়া অন্যের বাড়ির দেয়ালে পোস্টার লাগানো যাবে না। তাই কোথাও পোস্টার লাগাতে চাইলে দেয়ালের মালিকের অনুমতি নিতে হবে অথবা পোস্টার লাগানোর জন্য নির্ধারিত জায়গা বা বিকল্প উপায়ে পোস্টার লাগাতে হবে।
এনটি