রমজান মাস ঘিরে শায়খ সুদাইসের নেতৃত্বে হারামাইনে ব্যাপক প্রস্তুতি

রমজান মাসকে ঘিরে প্রস্তুতি জোরদার করতে বৈঠকে বসেছেন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমামগণ। উচ্চপর্যায়ের এই বৈঠকে সভাপতিত্ব করেছেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস।
বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা এবং দুই পবিত্র মসজিদের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য নতুন একটি কৌশলগত রূপরেখা চূড়ান্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যালোচিত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে নানা সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে রয়েছে নিয়মিত দ্বিনী ও জ্ঞানভিত্তিক দারস বা পাঠচক্র আয়োজন, ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে বিশেষ কর্মসূচি জোরদার করা এবং বিভিন্ন ভাষায় নির্ভরযোগ্য ও প্রামাণিক কনটেন্ট সরবরাহ।
এ ছাড়া রমজানের আগে ও চলাকালে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও রাখা হয়েছে। এর মধ্যে কোরআন শিক্ষার হালাকা বা পাঠচক্র এবং খুতবা ও বক্তৃতা দক্ষতা বৃদ্ধির জন্য ওয়ার্কশপ অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে সমন্বয়মূলক আরেক বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুলআজিজকে এসব পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের একদল ইমাম।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে এবারের রমজানে হারামাইন শরিফাইনে আগত মুসল্লিরা আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করবেন।
এনটি