যুক্তরাষ্ট্র ও কানাডায় রমজান শুরুর তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু ও শাওয়াল মাস তথা ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। সংস্থাটির হিসাবে আগামী ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ২০ মার্চ।
ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা (এফসিএনএ) জানিয়েছে, তারা চন্দ্রমাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক গণনাকে শরিয়তসম্মত পদ্ধতি হিসেবে গ্রহণ করে। রমজান ও শাওয়ালসহ হিজরি মাস নির্ধারণে সংস্থাটি দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান কাউন্সিল অব ফাতওয়া অ্যান্ড রিসার্চের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে আসছে।
এই মানদণ্ড অনুযায়ী, পৃথিবীর কোথাও সূর্যাস্তের সময় চাঁদ ও সূর্যের কৌণিক দূরত্ব কমপক্ষে ৮ ডিগ্রি হতে হবে এবং চাঁদকে দিগন্তের ওপরে অন্তত ৫ ডিগ্রি উচ্চতায় থাকতে হবে। এই দুটি শর্ত পূরণ হলে ধরে নেওয়া হয়, চাঁদ দৃশ্যমান হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে এবং পরদিন থেকেই নতুন মাস শুরু হবে। অন্যথায় তার পরদিন থেকে মাস গণনা করা হয়।
সংস্থাটির ঘোষণায় বলা হয়, ১৪৪৭ হিজরি সনের রমজানের নতুন চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যাস্তের আগেই জন্ম নেবে। সে হিসাবে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। এ ছাড়া তারাবির নামাজ শুরু হবে মঙ্গলবার রাত থেকেই।
অন্যদিকে শাওয়াল মাসের নতুন চাঁদ জন্ম নেবে বৃহস্পতিবার ১৯ মার্চ সন্ধ্যায়। ওই সময় চাঁদের কৌণিক দূরত্ব ৮ ডিগ্রির বেশি এবং দিগন্তের ওপরে অবস্থান ৫ ডিগ্রির বেশি হবে। ফলে শুক্রবার, ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপন করা হবে।
তবে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে যথারীতি সৌদি আরবের মক্কায় হজ কর্তৃপক্ষের আরাফার দিনের ঘোষণার ভিত্তিতে। আরাফার পরদিনই ঈদুল আজহা পালিত হবে বলে জানিয়েছে ফিকহ কাউন্সিল। ঘোষণার শেষাংশে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেছে উত্তর আমেরিকার এই ধর্মীয় সংস্থা।
প্রসঙ্গত, উত্তর আমেরিকা ও কানাডার মুসলিমদের জন্য ফতোয়া প্রদানকারী প্রধান সংস্থা হিসেবে কাজ করছে ফিকহ কাউন্সিল অফ নর্থ আমেরিকা। এটি ১৯৮৬ সালে গঠিত একটি স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান। ইসলামিক নীতি প্রয়োগের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় প্রশ্ন, বিবাদ মীমাংসা এবং চন্দ্র ক্যালেন্ডার তৈরির মতো বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় সংস্থাটির মাধ্যমে।
এনটি