২০০ মাদরাসা ও হাসপাতালে আস-সুন্নাহর ফিল্টার বিতরণ

দেশের ২০০টি মাদরাসা এবং হাসপাতালে ফিল্টার বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, সারাদেশের ২০০ টি পিছিয়ে পড়া মাদরাসা এবং হাসপাতালে পৌঁছে যাচ্ছে আমাদের পানির ফিল্টার।
ফিল্টার পাবার পর প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের আনন্দের অনুভূতি প্রকাশ করে পোস্টে বলা হয়, ফিল্টারগুলো একেক মাদরাসায় পৌঁছাচ্ছে আর দরিদ্র শিক্ষার্থীরা ফিল্টারকে ঘিরে আনন্দ ও কৌতূহলে মেতে উঠছে।
পোস্টে আরও বলা হয়, এই ফিল্টার থেকে শীতকালে গরম, গরমকালে ঠান্ডা এবং অন্যান্য সময়ে স্বাভাবিক পানি পাওয়া যায়, যা ঋতুভেদে তাদের প্রয়োজন মেটাতে সক্ষম।

পোস্টের শেষে বলা হয়, দেশব্যাপী মাদরাসার দরিদ্র শিক্ষার্থী এবং হাসপাতালের অসহায় রোগীদের প্রয়োজন বিবেচনা করে বিতরণ করা হচ্ছে এই ফিল্টারগুলো।
আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে ২০১৮ সাল থেকে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি।
এনটি