পাঁচ দিন পর নেগেটিভ হলেন কাজী নাবিল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ও দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এমপি করোনা নেগেটিভ হয়েছেন। আজ (রোববার) বিকেলে তিনি পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট পান।
নেগেটিভ হয়ে বিশিষ্ট সংগঠক ও জাতীয় সাংসদ কাজী নাবিল আহমেদ বলেন,‘ আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলের প্রতি অনুরোধ থাকবে সবাই করোনার টিকা নিন ও মাস্ক পরেন।’ বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘গত তিন দিন যাবৎ আমার কোনো প্রকার উপর্সগ ছিল না। বেশ সুস্থ ও স্বাভাবিকই রয়েছি।’
গত ৮ মার্চ তিনি করোনা পজিটিভ হন। করোনা পজিটিভ থাকাবস্থাতেও ক্রীড়া সাংগঠনিক দায়িত্ব অনলাইনে সম্পাদন করেছেন। পাঁচ দিন পজিটিভ থাকার পর আজ করোনামুক্ত হয়েছেন। এই ক্রীড়া সংগঠকের বুস্টার ডোজও নেওয়া ছিল।
এজেড/এমএইচ