ফেডারেশন কাপে ফর্টিজের বড় জয়

বিজয় দিবসের দিন ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা চলমান ছিল। কিংস অ্যারেনায় ফর্টিজ ও আরামবাগ ফেডারেশন কাপের ম্যাচ খেলেছে। এতে ফর্টিজ ৪-০ গোলে আরামবাগকে পরাজিত করে।
প্রথমার্ধে ফর্টিজ ২-০ গোলে এগিয়ে ছিল। ২৫ মিনিটে নিজুম ফর্টিজের হয়ে প্রথম গোল করেন। আট মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন পা ওমর। দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের মধ্যে দুই গোল পায় ফর্টিজ। ৬৮ মিনিটে ওকাফর ও ৭৪ মিনিটে মুর্শেদ গোল করেন। এতে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিজ। ঢাকায় কিংস অ্যারেনায় ম্যাচ হলেও ফেডারেশন মিডিয়ায় ম্যাচের কোনো ছবি সরবারহ করতে পারেনি।
ফেডারেশন কাপের বি গ্রুপে আজ আরেক ম্যাচ হওয়ার কথা ছিল কুমিল্লায় বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যে। বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা স্টেডিয়ামে স্থানীয় প্রশাসনের অনুষ্ঠান থাকায় ফেডারেশন খেলা আয়োজন করতে পারেনি। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে দর্শকশূন্য খেলা করতে চেয়েছিল ফেডারেশন। মোহামেডানের তীব্র আপত্তিতে অবশ্য পিছু হটতে বাধ্য হয় লিগ কমিটি। ফলে আজকের খেলা বডিলি শিফট হয়েছে আগামী সপ্তাহে।
আজকের জয়ে তিন ম্যাচ শেষে পাচ পয়েন্টে বি গ্রুপের শীর্ষে ফর্টিজ। দুই ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারা আরামবাগ সবার নিচে। এই গ্রুপের অন্য তিন দল বসুন্ধরা কিংস, মোহামেডান ও বাংলাদেশ পুলিশ। রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষ পয়েন্টধারী দুই দল পরের পর্বে খেলবে।
এজেড/এইচজেএস