প্রিমিয়ার দাবায় শীর্ষেই পুলিশ ও বিমান

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে পঞ্চম রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বিমান পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে। আজ পঞ্চম রাউন্ড বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ও বাংলাদেশ বিমান ৩-১ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে।
বাংলাদেশ পুলিশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিনকে পরাজতি করে। বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার মেদেহী হাসান পরাগ, দুই ভারতীয় গ্র্যান্ড মাস্টার এরিগেসি অর্জুন ও ডি, গুকেশ যথাক্রমে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান, ভারতীয় দুই গ্র্যান্ড মাস্টার সংকল্প গুপ্ত ও শ্রীনাথ নারায়নানের সঙ্গে ড্র করেন।
বাংলাদেশ বিমানের পক্ষে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার অভিমন্যু পৌরনিক যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের মো. আবজিদ রহমান ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনকে পরাজিত করেন। বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের দুই ভারতীয় আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পল ও অরন্যক ঘোষের সঙ্গে ড্র করেন।
আট পয়েন্টে সাইফ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় এবং ৬ পয়েন্ট নিয়ে শাহিন চেস ক্লাব তৃতীয় স্থানে রয়েছে। সাইফ ৪-০ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করে। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে ইরানী গ্র্যান্ড মাস্টার ইদানি পোউয়া, জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মচেডলিশভিলি, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার যথাক্রমে তিতাস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, ভারতীয় গ্র্যান্ড মাস্টার হিমাংশু শর্মা ও ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরীকে পরাজিত করেন।
শাহিন চেস ক্লাব ২.৫ ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। শাহিন চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভি প্রনভ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ভারতীয় ফিদে মাস্টার নীতিশ বেলুরকারকে পরাজিত করেন। শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরন, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভারত সুভ্রমনিয়াম ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামের সাথে ড্র করেন।
শেখ রাসেল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ড্র করে। শেখ রাসেল চেস ক্লাবের পক্ষে দুই ভারতীয় গ্র্যান্ড মাস্টার দীপ্তায়ন ঘোষ ও শ্যাম সুন্দর যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়াকে পরাজিত করেন।
এজেড