আধিপত্য ধরে রেখে জিতল রিয়াল

আগের রাতেই চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা দারুণ এক জয় তুলে নিয়েছিল। পয়েন্ট টেবিলে উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। তাদের পেছনে ফেলতে বেশি সময় নেয়নি রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দারুণ এক জয়ের পর তারা আবারও ফিরেছে পয়েন্ট টেবিলের দুইয়ে।
নিজেদের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেেই তাদের দেখা যায় আত্মবিশ্বাসী। তার ফলও পেয়ে যায় দ্রুতই।
ম্যাচের ১২ মিনিটের সময় রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ক্রুসের পাস বাঁ দিকে পেয়ে দ্বিতীয় ছোঁয়ায় জায়গা বানিয়ে কোনাকুনি দারুণ শটে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। আসরে এই স্ট্রাইকারের ১২তম গোল এটি।
কিন্তু সেই স্বস্তি কিছুটা কমে যায় দানি কারভাহাল মাঠ ছাড়ায়। ব্যথা নিয়ে ২৬তম মিনিটে মাঠ ছাড়েন এই স্প্যানিশ ফুটবলার। তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা লুকাস ভাসকেস।
পরের দশ মিনিটেই দারুণ দুইটি সুযোগ পায় রিয়াল। ৩১তম মিনিটে কাছ থেকে বেনজেমার নেওয়া শট প্রতিহত হয় রক্ষণে। পাঁচ মিনিট পর ছয় গজ বক্সের মুখে ক্রস পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
তবে বিরতির আগেই স্কোরলাইন দিগুন করে রিয়াল। গোল করেন টনি ক্রুস। লুকা মদ্রিচের বাড়ানো পাস ভাসকেস পেয়ে কাটব্যাক করেন ক্রুসকে। ডি-বক্সের বাইরে থেকে প্রথম ছোঁয়ায় জোরালো নিচু শটে গোলটি করেন জার্মান মিডফিল্ডার।
প্রথমার্ধে বিবর্ণ রিয়াল দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে প্রথম গোল মুখে শট নেয়। কিন্তু মাক্সি গোমেসের নেওয়া জোরালো শট ধরে ফেলেন থিবো কর্তোয়া। ৬১তম প্রতি-আক্রমণে জালে বল পাঠান ফেরলঁদ মঁদি। তবে ভিএআরে সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।ম্যাচের বাকি সময় আর বলার মতো আক্রমণ ছিল না।
টানা তৃতীয় জয়ে বার্সেলোনাকে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার দুইয়ে ফিরল রিয়াল। ২৩ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৯। ৩ পয়েন্ট কম নিয়ে তিনে এক ম্যাচ কম খেলা কাতালান ক্লাবটি।
এমএইচ