মোরসালিনের দাবার শিরোপায় ভাগ রাশেদের

সাংবাদিক সংগঠনের দাবা খেলা মানেই মোরসালিন আহমেদ চ্যাম্পিয়ন। গত এক যুগের বেশি সময় এটিই হয়ে আসছে। আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি আয়োজিত স্পোর্টস ফেস্টিভ্যালেও মোরসালিন আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। তবে বিগত সময়ের মতো একক চ্যাম্পিয়ন নয়, যৌথ। তার শিরোপায় ভাগ বসিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের ক্রীড়া সাংবাদিক রাশেদুর রহমান। দুই জনের মধ্যকার হাড্ডাহাড্ডির ফাইনালটি ড্র হওয়ায় উভয় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন। ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস আরাফাত জোবায়ের রানার আপ ও আরটিভির গফুর অরণ্য তৃতীয় হন। এবারের ফেস্টিভালে দাবা ছাড়াও রয়েছে ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং।
ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস ফেস্টিভাল-২০২২ আজ শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনস্থ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এই স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

বিএসজেসি’র সভাপতি নাসিমুল হাসান দোদুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও স্পোর্টস কার্নিভালের আহবায়ক জাহেদ হোসেন খোকন। এ সময় বিএসজেসি’র যুগ্ম সম্পাদক ও স্পোর্টস কার্নিভালের সদস্য সচিব মাহমুদুল হাসান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আবু দারদা যোবায়েরসহ বিএসজেসি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসজেসির এই স্পোর্টস ফেস্টিভালে এই সংগঠনের সদস্যদের বাইরে অন্য ক্রীড়া সাংবাদিকরাও অংশ নিতে পারছেন।
এজেড/এইচএমএ