বাংলাদেশি দাবাড়ুদের নর্ম মিস, অপেক্ষায় ভারত

লিওনাইন তৃতীয় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা আয়োজন হয়েছিল মূলত বাংলাদেশি দাবাড়ুদের গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের লক্ষ্যে। গতকাল ষষ্ঠ রাউন্ডে তাহসিন, নীড়ের জিএম ও সাকলাইনের আন্তর্জাতিক মাস্টার নর্ম না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সম্ভাবনা ছিল নর্মের। আজ হেরে তিনিও সেই সম্ভাবনা শেষ করেছেন।
নয় রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার নর্ম পেতে হলে ৭ পয়েন্ট হতে হয়। ফাহাদ সাত রাউন্ড শেষে চার পয়েন্ট পেয়েছেন। শেষ দুই রাউন্ড তিনি জিতলেও সাড়ে ছয় পয়েন্ট হবে। ফলে ফাহাদের জিএম নর্ম পাওয়ার আর সুযোগ নেই।
বাংলাদেশি দাবাড়ুরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। ভারতের দাবাড়ু অবশ্য জিএম নর্মের দোরগোড়ায়। ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পরের দুই খেলায় তিনি এক পয়েন্ট পেলেই গ্র্যান্ডমাস্টার নর্ম পাবেন। সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার। আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানী কালো ঘুঁটি নিয়ে ক্যারোকান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ২১ চালে গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়া যুগ্মভাবে দ্বিতীয় স্থানে এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে পরাজিত করেন।ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়া ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন। উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদিমালিক অসুস্থ থাকায় ভারতের ফিদে মাস্টার পানেসার বিদান্তের সঙ্গে খেলাটি স্থগিত হয়েছে।
এজেড/এফআই