ইনিয়েস্তার ‘৮’ এখন পেদ্রির

‘৮’ নম্বর জার্সি গায়ে বার্সেলোনাকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার মধ্যমাঠে বল পায়ে তার কারিকুরি ছিনিয়ে এনেছে অগণিত জয়। এবার ইনিয়েস্তার স্মৃতিময় সেই জার্সি ক্লাবের নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা পেদ্রির গায়ে চড়িয়ে দিল বার্সেলোনা।
বার্সেলোনায় লিওনেল মেসির ‘১০’ নম্বর জার্সি আগেই পেয়েছিলেন ফরোয়ার্ড আনসু ফাতি। এবার ইনিয়েস্তার বিখ্যাত ‘৮’ নম্বর জার্সি দেওয়া হলো পেদ্রিকে। সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সবচেয়ে আলোচিত ফুটবলারদের অন্যতম এই স্প্যানিশ মিডফিল্ডার। পায়ের জাদুতে বিশ্বজুড়ে বার্সা ভক্তদের প্রিয়পাত্রে পরিণত হয়েছেন ১৯ বছর বয়সী পেদ্রি।
আরও পড়ুন >> বার্সেলোনার ‘নতুন মেসি’ হলেন স্পেনের ফাতি
বার্সেলোনা আজ শুক্রবার (৮ জুলাই) এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২০ সালে বার্সার মূল দলের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে যে ‘১৬’ নম্বর জার্সি পরছিলেন, তার স্থলে ২০২২-২৩ মৌসুম থেকে ‘৮’ নম্বর জার্সি পরে খেলবেন তিনি।
— FC Barcelona (@FCBarcelona) July 8, 2022
অবশ্য শুধু ইনিয়েস্তা-ই নন, বার্সার ‘৮’ নম্বর জার্সির শোভা বাড়িয়েছেন আরও অনেকে। যার মধ্যে রিস্তো স্টোইকোভ, ফিলিপ ককু, গিয়েরমো আমোর, আলবার্ট সেলাদেস, আর্থার মেলো, মিরালেম পিয়ানিচদের কথা না বললেই নয়।
আরও পড়ুন >> ২ বছর পর আর অস্তিত্ব থাকবে না বার্সেলোনার
২০২০ সালে লাস পালমাস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পেদ্রি। মাত্র দুই মৌসুমেই কাতালান ক্লাবটির হয়ে ৭৪ ম্যাচ খেলা হয়ে গেছে তার। ২০২১ সালে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জয় করেছিলেন এই টিনএজ সেনসেশন।
এইচএমএ