অনূর্ধ্ব-১৯ দলের ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত জুলাই মাসের মাঝামাঝি ৪০ সদস্যের স্কোয়াড নিয়ে প্রায় ৩ সপ্তাহব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং শুরু হয়। যেখানে নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচ খেলার পর ৪০ সদস্যের স্কোয়াড ছোট করে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বিসিবি।
এই ৩০ সদস্যের স্কোয়াড নিয়ে আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে আরেকটি স্কিল ক্যাম্প। ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মিরপুরে এই ক্যাম্প চলবে। এরপর ১ থেকে ১০ সেপ্টেম্বর অনুশীলনের জন্য তারা যাবে রাজশাহীতে। সেখানে গিয়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলবে তারা।
আরও পড়ুন >> এশিয়া কাপে ১৭ সদস্যের দল, ফিরলেন সাব্বির
৩০ সদস্যের এই ক্যাম্পে আছেন ২০২২ সালে উইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইটি শতক হাঁকানো ব্যাটসম্যান আরিফুল ইসলাম এবং স্ট্যান্ডবাই থাকা জিসান আলম।
এক নজরে ৩০ সদস্যের প্রাথমিক দল-
ওপেনার : জিসান আলম (নারায়ণগঞ্জ), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি (ফরিদপুর), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (পঞ্চগড়), মোহাম্মদ রিজন হোসেন (টাঙ্গাইল)।
মিডল অর্ডার : আরিফুল ইসলাম (কিশোরগঞ্জ), শাহরিয়ার সাকিব (যশোর), আদিল বিন সিদ্দীক (উইকেটরক্ষক/কুমিল্লা), মোহাম্মদ সোহাগ (ঠাকুরগাঁও), আহরার আমিন (ঢাকা), মোহাম্মদ শিহাব জেমস (গাইবান্ধা), মোহাম্মদ জাকারিয়া ইসলাম শান্ত (দিনাজপুর), নাঈম আহমেদ (চাঁপাইনবাবগঞ্জ), আশরাফ উদ্দিন ফয়েজ (নারায়ণগঞ্জ), সিয়াম হোসেন দিপু (উইকেটরক্ষক/খুলনা), রিফাত আলম (উইকেটরক্ষক/কুমিল্লা)।
পেসার : তানভীর আহমেদ (কুষ্টিয়া), মোহাম্মদ রোহানাত দৌলা বর্ষণ (নীলফামারী), মোহাম ইকবাল হোসেন ইমন (মৌলভীবাজার), আজাদ প্রমি (কুষ্টিয়া), মোহাম্মদ আতিকুর হোসেন শাহরিয়া (ফেনী), মোহাম্মদ আকান্ত শেখ (নড়াইল), মারুফ মৃধা (মুন্সিগঞ্জ)।
স্পিনার : পারভেজ রহমান জীবন (খুলনা), ওয়াসি সিদ্দিকী (সিরাজগঞ্জ), মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (ব্রাহ্মণবড়িয়া), মাজহারুল হক রূপম (লক্ষ্মীপুর), মাহফুজুর রহমান রাব্বি (নায়ারণগঞ্জ), নুরুল হাসান রোমান (বাঘেরহাট), মোহাম্মদ আশরাফুল হাসান (কুমিল্লা), মোহাম্মদ রাফিউজ্জামান (ঠাকুরগাঁও)।
টিআইএস/এইচএমএ/এটি